মালয়েশিয়ায় টানা বর্ষণে ভয়াবহ বন্যা, আশ্রয়কেন্দ্রে প্রায় ১৪ হাজার মানুষ

আপলোড সময় : ২৪-১১-২০২৫ ১১:৩৭:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১১-২০২৫ ১১:৩৭:০৭ অপরাহ্ন

মালয়েশিয়ায় টানা ভারি বর্ষণের ফলে সৃষ্ট ব্যাপক বন্যায় সাতটি রাজ্যে প্রায় ১৪ হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে উঠতে বাধ্য হয়েছে। সরকারি হিসাবে, ৪ হাজার ৮৪৪ পরিবারের মোট ১৩ হাজার ৯১৫ জন দুর্যোগকবলিত মানুষ ইতোমধ্যে পিপিএসের অধীনে স্থাপিত আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন।
 

দেশটির উপপ্রধানমন্ত্রী ড. আহমদ জাহিদ হামিদি সোমবার জানান, বর্তমান বন্যা পরিস্থিতি মোকাবিলায় সকল নিরাপত্তা ও জরুরি সেবা সংস্থাকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হিসেবে তিনি নিশ্চিত করেন যে, সরকার এখন পর্যন্ত ৬৩টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র সক্রিয় করেছে এবং ত্রাণ কার্যক্রম দ্রুত পরিচালনার জন্য ফেডারেল, রাজ্য ও জেলা পর্যায়ে সমন্বিত ব্যবস্থা নেওয়া হয়েছে।
 

ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সির (নাদমা) সর্বশেষ তথ্য অনুযায়ী, সোমবার বিকেল পর্যন্ত কেলাতান রাজ্য বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আবহাওয়া এখনো অনিশ্চিত থাকায় আগামী ২–৩ দিন পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
 

এ অবস্থায় শিক্ষা মন্ত্রণালয় বন্যা-প্রতিরোধমূলক প্রস্তুতি জোরদার করেছে। শিক্ষামন্ত্রী ফাদলিনা সিদেক জানান, বোর্ড পরীক্ষার্থীদের নিরাপদে পরীক্ষা সম্পন্ন করানো এবং বন্যাপ্রবণ অঞ্চলের শিক্ষার্থীদের সুরক্ষা এখন তাদের প্রধান অগ্রাধিকার। বন্যা আশ্রয়কেন্দ্র পরিদর্শনের পর তিনি জানান, প্রভাবিত স্কুলগুলোতে শিক্ষার্থীদের হোস্টেলে স্থানান্তরসহ প্রাথমিক সুরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
 

তিনি আরও বলেন, জাতীয় নিরাপত্তা পরিষদ, রয়্যাল মালয়েশিয়া পুলিশ, ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্ট এবং সিভিল ডিফেন্স ফোর্সসহ বিভিন্ন সংস্থার সহায়তায় জরুরি প্রস্তুতি কার্যক্রম চালু রয়েছে। পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে অক্ষম বা আটকে পড়া শিক্ষার্থীদের দ্রুত উদ্ধারেও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]