বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’ তৈরির সম্ভাবনা, শক্তি বাড়তে পারে সাগরে অবস্থানে

আপলোড সময় : ২৪-১১-২০২৫ ১১:২৪:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১১-২০২৫ ১১:২৮:০৬ অপরাহ্ন

ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী বুধবারের মধ্যে বঙ্গোপসাগরে নতুন একটি ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা বাড়ছে। কয়েক দিন আগে সাগরে তৈরি হওয়া নিম্নচাপটি দ্রুত শক্তি সঞ্চয় করে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে এবং পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। আবহাওয়া বিশেষজ্ঞদের ধারণা, এটি সোমবারের মধ্যেই দক্ষিণ–পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন আন্দামান সাগরের ওপর গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার ভিত্তি তৈরি করবে।
 

সাগরে ঘূর্ণিঝড়টি গঠন হলে এর নাম হবে ‘সেনিয়ার’, যা নির্ধারণ করেছে সংযুক্ত আরব আমিরাত। আরবি শব্দটির অর্থ ‘সিংহ’, ফলে সম্ভাব্য ঝড়ের শক্তি ও আচরণ নিয়ে ইতিমধ্যেই সতর্কতা দেখা দিয়েছে। তবে এখনই এর গতিপথ বা বাতাসের গতিবেগ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি আবহাওয়াবিদরা। তারা বলছেন, সাগরে অবস্থানের সময় সিস্টেমটির শক্তি দ্রুত বাড়তে পারে, আর মঙ্গলবার বা বুধবার নাগাদ এর সম্ভাব্য অভিমুখ ও গতিবেগ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।
 

এদিকে প্রাথমিক পূর্বাভাসে জানানো হয়েছে, নভেম্বরের শেষভাগ ও ডিসেম্বরের শুরুর দিকে ভারতের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে শীত সাময়িকভাবে কমতে পারে। আবহাওয়াবিদদের মতে, আগামী ৪ বা ৫ ডিসেম্বরের আগে শীত তেমন বাড়বে না। আলিপুর আবহাওয়া দফতর আরও জানিয়েছে, হিমালয়ের পাদদেশীয় এলাকা ও উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রায় আগামী পাঁচ দিনে উল্লেখযোগ্য পরিবর্তন হবে না; দক্ষিণবঙ্গেও একই ধরনের আবহাওয়া বজায় থাকবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]