ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনায় নিহত ২

আপলোড সময় : ০৪-০৭-২০২৫ ১১:৪৩:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৭-২০২৫ ১১:৪৬:২৮ অপরাহ্ন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া এলাকায় একটি দ্রুত গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ দু’জন নিহত হয়েছে। শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহাসড়কের কুমিল্লাগামী লেনে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় নিহতরা হলেন - মেহেদী হাসান ( ২৯) ও মাহামুদুল হাসান (৩১। ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সন্ধ্যার কিছুক্ষণ আগে মহাসড়কের গজারিয়া অংশের মধ্য বাউশিয়া এলাকায় ঢাকা থেকে কুমিল্লাগামী তিশা প্লাস পরিবহনের একটি যাত্রীবাহী বাস পিছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে আরোহী দু’জন ছিটকে গিয়ে সামনের আরেকটি বাসের সঙ্গে ধাক্কা খেলে ঘটনাস্থলে মেহেদী হাসানের মৃত্যু হয়। পরে স্থানীয়রা ছুটে এসে আহত অপরজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করে। গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, সন্ধ্যা পৌনে ৭টার দিকে গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক পর্যবেক্ষণ শেষে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছিল। বিষয়টি নিশ্চিত করে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন জানান, নিহত দুই মোটরসাইকেল আরোহীর মরদেহ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে। এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত যাত্রীবাহী বাসটিকে আটক করেছে পুলিশ। আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় অভিযুক্ত বাসচালক ও মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]