রোহিঙ্গা ক্যাম্প থেকে সংগৃহীত বিদেশি অস্ত্রসহ কক্সবাজারে তিনজন আটক

আপলোড সময় : ০৪-০৭-২০২৫ ০৯:৫৯:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৭-২০২৫ ০৯:৫৯:১৮ অপরাহ্ন
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প থেকে সংগৃহীত বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তিন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। শুক্রবার (৪ জুলাই) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।
 
আটকরা হলেন মহেশখালীর বড়মহেশখালী ইউনিয়নের মাঝের ডেইল এলাকার শাহ আলম (৪০), দেবাঙ্গ পাড়ার মো. আদিল ওরফে আদিল্ল্যা (৩৫), এবং উখিয়ার মাদারবুনিয়া এলাকার আব্দুল জলিল (২৯)।
 
র‌্যাব জানায়, শুক্রবার ভোরে কক্সবাজার শহরের দক্ষিণ কলাতলী এলাকায় রোহিঙ্গা ক্যাম্পের দুর্বৃত্তদের কাছ থেকে সংগৃহীত অস্ত্রের চালান পাঠানোর খবরে অভিযান চালায় র‌্যাব। অভিযানে তিনজন সন্দেহভাজনকে ধাওয়া দিয়ে আটক করা হয়। তাদের ফেলে যাওয়া ইজিবাইক তল্লাশি করে একটি বিদেশি অটোমেটিক রাইফেল, ৬১ রাউন্ড রাইফেলের গুলি, ৮টি পিস্তলের গুলি এবং কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
 
র‌্যাব জানায়, শাহ আলম অস্ত্র সংগ্রহ করে বিকাশের মাধ্যমে চালকের কাছে টাকা পাঠান, এবং আব্দুল জলিল নিজের ইজিবাইকে অস্ত্র পরিবহন করে কক্সবাজারে শাহ আলম ও আদিলের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেন।
 
আটকদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]