দক্ষিণ ভারতের কর্নাটকে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)–এর কর্মকর্তার পরিচয়ে একদল অস্ত্রধারী দুর্বৃত্ত প্রায় ৭ কোটি রুপি (প্রায় ৮ লাখ ডলার) লুট করেছে। ব্যস্ত সড়কে দিবালোকে সংঘটিত এই ঘটনা স্থানীয় পুলিশ ‘সুপরিকল্পিত ডাকাতি’ হিসেবে বর্ণনা করেছে। বুধবার (১৯ নভেম্বর) দুপুরে ছয়জনের দলটি টাকা পরিবহনকারী একটি ভ্যান থামিয়ে পুরো অর্থ লুট করে নেয়।
টাকা বহনকারী ভ্যানে ছিলেন চালক, ক্যাশ কাস্টডিয়ান এবং দু’জন অস্ত্রধারী নিরাপত্তাকর্মী। বেঙ্গালুরু পুলিশ কমিশনার সিমান্ত কুমার সিং জানান, ডাকাতরা নিজেদের আরবিআই কর্মকর্তা পরিচয় দিয়ে দাবি করে যে বিপুল পরিমাণ অর্থ পরিবহনের নথি যাচাই প্রয়োজন। সেই সুযোগে তারা নিরাপত্তারক্ষী ও কাস্টডিয়ানকে অস্ত্র রাখার ভ্যান ত্যাগ করে তাদের এসইউভিতে উঠতে বলে এবং চালককে নির্দেশ দেয় টাকা নিয়ে সামনে এগোতে।
কিছু দূর যাওয়ার পর দলটি ভ্যান থামিয়ে চালকসহ সবাইকে নামিয়ে দেয়। এরপর আগ্নেয়াস্ত্রের মুখে ভ্যানের ক্যাশ নিজেদের গাড়িতে তুলে দ্রুত এলাকা ত্যাগ করে। ঘটনাস্থল এলাকায় সিসিটিভি কভারেজ খুবই সীমিত হওয়ায় তদন্ত আরও জটিল হয়ে পড়েছে। পুলিশ ধারণা করছে, অভিযানে একাধিক গাড়ি ব্যবহার করা হয়ে থাকতে পারে।
এক গোপন পুলিশ কর্মকর্তা বিবিসিকে জানান, লুটকারীদের ব্যবহৃত এসইউভিতে ছিল নকল নম্বরপ্লেট এবং ‘গভর্নমেন্ট অফ ইন্ডিয়া’ লেখা স্টিকার, যা পরিকল্পিত পরিচয়বিভ্রান্তির অংশ হতে পারে।