উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ স্টেশনের মাঝামাঝি অংশে মেট্রোরেল লাইনের ওপর একটি ড্রোন পড়ে যাওয়ায় প্রায় নয় মিনিট ধরে ট্রেন চলাচল বন্ধ ছিল। ডিএমটিসিএল জানায়, যাত্রীদের নিরাপত্তার কারণে মুহূর্তেই ট্রেন চলাচল স্থগিত করা হয় এবং ড্রোন অপসারণের পর পুনরায় স্বাভাবিকভাবে চলাচল শুরু হয়।
শনিবার (২২ নভেম্বর) রাতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) ও উপসচিব মো. আহসান উল্লাহ শরীফি জানান, রাত ৮টা ৪৭ মিনিটে ড্রোনটি লাইনে পড়ার পর ট্রেন চলাচল বন্ধ করতে হয়। ড্রোন সরিয়ে নেওয়ার পর ৮টা ৫৬ মিনিটে সেবা আবার স্বাভাবিক হয়। যাত্রীদের সাময়িক ভোগান্তির জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।
মেট্রোরেল কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে মেট্রো লাইনের এক কিলোমিটার এলাকার মধ্যে ড্রোন, ঘুড়ি, ফানুস বা যেকোনো উড়ন্ত বস্তু ওড়ানো নিষিদ্ধ থাকার বিষয়টি প্রচার করে আসছে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত রুটে ট্রেন উচ্চক্ষমতার বৈদ্যুতিক লাইনে চালিত হওয়ায়—এসব বস্তুর সুতা বা অবশিষ্টাংশ লাইনে জড়িয়ে গুরুতর দুর্ঘটনার ঝুঁকি তৈরি করতে পারে। এ কারণে ডিএমটিসিএল আগেই সংশ্লিষ্ট প্রশাসনকে ঝুঁকিপূর্ণ কার্যক্রমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে।