রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৬ মিনিটে টানা কয়েক সেকেন্ড কম্পন টের পাওয়া যায়, যার মাত্রা রিখটার স্কেলে ৪.৩ বলে জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল নরসিংদী এলাকায় এবং এর গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার। অন্যদিকে, আবহাওয়া অধিদফতর বলছে, কম্পনের উৎস ছিল রাজধানীর বাড্ডা অঞ্চল। দুই প্রতিষ্ঠানের তথ্যে উৎপত্তিস্থল নিয়ে সামান্য ভিন্নতা দেখা গেলেও উভয় সংস্থাই মাত্রাকে হালকা হিসেবে উল্লেখ করেছে।
এর আগে শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটে নরসিংদীর পলাশে ৩.৩ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়, যা কম সময় স্থায়ী ছিল। পরপর দুই দফা কম্পনে রাজধানীর বাসিন্দাদের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হয়।
উল্লেখ্য, গতকাল শুক্রবার সকালে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। যার উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। ওই ভূমিকম্পে দেশের বিভিন্ন স্থানে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া যায় এবং কিছু এলাকায় ক্ষয়ক্ষতি হয়।