ভূমিকম্পের পর শিক্ষার্থীদের মধ্যে সৃষ্ট আতঙ্ক এবং কয়েকজনের আঘাতপ্রাপ্ত হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে আগামীকাল রোববার (২৩ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন শনিবার (২২ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভূমিকম্পের কারণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিছু শিক্ষার্থী সামান্য আঘাত পান এবং শিক্ষক–শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরিস্থিতি বিবেচনায় রোববারের অভ্যন্তরীণ সকল ক্লাস ও পরীক্ষা সাময়িকভাবে বাতিল করা হয়েছে। পরবর্তীতে স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
উল্লেখ্য, শুক্রবার সকালে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় ৫.৭ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়, যার উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী এলাকায়। দেশব্যাপী এই ভূমিকম্পে মোট ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটে।