নরসিংদীতে ধারাবাহিক কম্পন: বড় ভূমিকম্পের আশঙ্কা সতর্ক করলেন বুয়েট অধ্যাপক

আপলোড সময় : ২২-১১-২০২৫ ০৯:৩১:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-১১-২০২৫ ১২:০২:৪৬ পূর্বাহ্ন
একই এলাকায় ধারাবাহিক ভূকম্পন বড় ভূমিকম্পের পূর্বসংকেত হতে পারে বলে সতর্ক করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারী। শনিবার রাতে তিনি জানান, নরসিংদী ও পার্শ্ববর্তী অঞ্চলে দুই দিনের ব্যবধানে একাধিক কম্পন উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে।
 
অধ্যাপক মেহেদী আহমেদের ভাষ্য, একই স্থানে বারবার ভূকম্পন হলে বড় ধরনের কম্পনের সম্ভাবনা তৈরি হয়। তিনি বলেন, পরিস্থিতি বুঝতে আগামী চার থেকে পাঁচ দিন বিশেষভাবে পর্যবেক্ষণে রাখতে হবে। সেই সময়েই বোঝা যাবে ঝুঁকির মাত্রা কোনদিকে যাচ্ছে।
 
গত শুক্রবার সকালে ৫.৭ মাত্রার ভূমিকম্পে নরসিংদীর মাধবদী কেন্দ্র করে কম্পন অনুভূত হয়, যাতে দুই শিশুসহ ১০ জনের মৃত্যু ঘটে। এর পর শনিবার সকালে ৩.৩ মাত্রার আরেকটি কম্পন নরসিংদীর পলাশ এলাকা থেকে অনুভূত হয়। একই দিন সন্ধ্যা ৬টা ৬ মিনিটে আরও একবার ভূকম্পন হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এটির উৎপত্তিস্থল ছিল ঢাকার বাড্ডায়, মাত্রা ৩.৭। তবে ইউএসজিএস মাত্রা ৪.৩ বলে জানিয়েছে, যার উৎস নরসিংদী থেকে ১১ কিলোমিটার পশ্চিমে এবং গভীরতা ছিল ১০ কিলোমিটার।
 
বুয়েটের অধ্যাপক মেহেদী আহমেদ বলেন, গত দুই দিনে সংঘটিত তিনটি ভূকম্পনের সবকটির উৎস নরসিংদী অঞ্চল। একই স্থানে পুনঃপুন কম্পন বড় ভূমিকম্পের সম্ভাবনা বাড়ায়—এমন আশঙ্কাই তুলে ধরছেন তিনি।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]