
‘মেটিকুলাস ডিজাইন’ নিয়ে সমালোচনার জবাবে ফেসবুকে সরব হয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। শুক্রবার (৪ জুলাই) এক পোস্টে তিনি প্রশ্ন তুলেছেন— ফ্যাসিস্ট ব্যবস্থার বিলোপে যদি সুপরিকল্পিত নকশা বা "মেটিকুলাস ডিজাইন" থাকে, তাহলে তাতে সমস্যা কোথায়?
তিনি লেখেন, পাকিস্তানি স্বৈরশাসনের বিরুদ্ধে যেসব আন্দোলন যেমন আগরতলা ষড়যন্ত্র মামলা, ’৬৯-এর গণ-অভ্যুত্থান বা ’৭১-এর অসহযোগ আন্দোলন পরিকল্পিতভাবে পরিচালিত হয়েছিল, তাহলে ’২৪-এর গণ-অভ্যুত্থানে মেটিকুলাস ডিজাইন থাকলেই তা নিয়ে প্রশ্ন কেন?
তিনি বলেন, পৃথিবীর কোনো বিপ্লবই পরিকল্পনা ছাড়া সফল হয়নি। জনগণকে প্রস্তুত করতে, তাদের ঐক্যবদ্ধ ও লক্ষ্যনির্ভর করতে পরিকল্পনা জরুরি। নেতৃত্ব ও বক্তব্য ছাড়া বিপ্লব সঠিক পথে এগোতে পারে না।
মাহফুজ আলম আরও বলেন, অতীতে স্বাধীনতার আন্দোলনে যেসব জাতীয় নেতা মেটিকুলাস ডিজাইনের অংশ হয়েছেন, তাদের আমরা গর্বের সঙ্গে স্মরণ করি। তাহলে শেখ হাসিনাকে সরিয়ে ’২৪-এর অভ্যুত্থানে পরিকল্পনা থাকলেই প্রজন্ম গর্বিত হতে পারবে না কেন?
তিনি দাবি করেন, ৩ জুলাইয়ের এক দফা ঘোষণার আগপর্যন্ত কোনো বিদেশি শক্তি বা সামরিক বাহিনী এ অভ্যুত্থানে জড়িত ছিল না। ভারতের সঙ্গে আগরতলা ষড়যন্ত্র বৈঠক যেমন ন্যায্য ছিল, তেমনি অভ্যুত্থানের নেতৃবৃন্দও ষড়যন্ত্র নয়, বরং জনগণের নেতৃত্ব দিয়েই সাফল্য এনেছেন।
জুলাই গণ-অভ্যুত্থানের দুই পর্যায়ের কথা তুলে ধরে তিনি বলেন, ৫ জুন থেকে ১৮ জুলাই পর্যন্ত ছিল পরিকল্পনার সময় এবং ১৯ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছিল বিপ্লবী ছাত্র-জনতার ত্যাগ ও নেতৃত্বে অভ্যুত্থানের বাস্তবায়ন। শেষ মুহূর্তে সামরিক হস্তক্ষেপের সম্ভাবনাও ছিল, কিন্তু সঠিক নির্দেশনায় তা এড়ানো গেছে।
শেষে তিনি আহ্বান জানান, ইতিহাসের অন্যান্য আন্দোলনের সঙ্গে মিলিয়ে দেখলে এ পরিকল্পনার প্রয়োজনীয়তা ও যৌক্তিকতা সবাই বুঝতে পারবেন।