রাজধানীর সেগুনবাগিচায় একটি বাণিজ্যিক ভবনের নবম তলায় লাগা আগুন দ্রুতই নিয়ন্ত্রণে এসেছে। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের কার্যকর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি বলে জানানো হয়েছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, বিকেল ৩টা ৪ মিনিটে বিজয়নগর এলাকার বহুতল ভবনে আগুন লাগার খবর পাওয়া মাত্রই ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু করে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।
আগুন নিয়ন্ত্রণে আসার পর ভবনের ভেতরে ধোঁয়া পরিষ্কার ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে ফায়ার সার্ভিস। প্রয়োজন হলে আরও তদন্ত পরিচালনা করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।