ভূমিকম্পের পর নতুন উদ্বেগ: দেশে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের শঙ্কা

আপলোড সময় : ২২-১১-২০২৫ ০৫:৩৪:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ২২-১১-২০২৫ ০৫:৩৪:৩৪ অপরাহ্ন

একদিন আগেই ভয়াবহ ভূমিকম্পে কাঁপে বাংলাদেশ, প্রাণহানি হয় অন্তত ১০ জনের। সেই আতঙ্ক কাটতে না কাটতেই এবার ডিসেম্বরের প্রথম সপ্তাহে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। শনিবার (২২ নভেম্বর) এক ফেসবুক পোস্টে তিনি এ সতর্কতা দেন।
 

তার মতে, চলতি মাসের ২৫ বা ২৬ নভেম্বর দক্ষিণ–পূর্ব বঙ্গোপসাগরে—আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণে—একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটি ধীরে ধীরে নিম্নচাপ, গভীর নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। সম্ভাব্য ঘূর্ণিঝড়টি ১ থেকে ৪ ডিসেম্বরের মধ্যে ভারতের অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে বাংলাদেশের চট্টগ্রাম উপকূল পর্যন্ত যেকোনো স্থানে আঘাত করতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
 

পোস্টে আরও বলা হয়, সম্ভাব্য ঘূর্ণিঝড়ের কারণে ৩০ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি ২৮ নভেম্বরের পর উত্তর বঙ্গোপসাগর উত্তাল হতে পারে। এজন্য ৩০ নভেম্বরের মধ্যে সব জেলেকে উপকূলে ফিরে আসার এবং ২৯ নভেম্বরের পর নতুন করে সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছেন গবেষক পলাশ।
 

অন্যদিকে, শনিবার সকালে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন বঙ্গোপসাগরে আগামী ২৪ ঘণ্টায় লঘুচাপ সৃষ্টি হতে পারে। তবে এতে বাংলাদেশে সরাসরি কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে সংস্থাটি।
 

এছাড়া সারাদেশে আকাশ আংশিক মেঘলা থেকে শুষ্ক থাকতে পারে এবং রোববার ভোরে কিছু এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা সামান্য কমতেও পারে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]