খুলনায় আলাউদ্দিন হত্যা: এজাহারভুক্ত আসামি মিন্টু শেখ গ্রেফতার

আপলোড সময় : ২১-১১-২০২৫ ০৭:৪৯:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ২১-১১-২০২৫ ০৭:৪৯:৪৬ অপরাহ্ন

খুলনার করিমনগরে আলাউদ্দিন মৃধাকে গুলি করে এবং গলা কেটে হত্যার ঘটনায় এজাহারভুক্ত আসামি মিন্টু শেখকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (২০ নভেম্বর) রূপসার হোসেনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ঘটনার সময় নিহতের স্ত্রী উপস্থিত থাকলেও হামলাকারীরা পালিয়ে যায়।
 

র‌্যাব-৬ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি–স্পেশাল কোম্পানির একটি দল দুপুরে মিন্টু শেখকে (৪০) গ্রেফতার করে। তিনি খুলনার সোনাডাঙা থানার ময়লাপোতা এলাকার আলমগীর শেখের ছেলে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সোনাডাঙা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
 

র‌্যাব বলছে, হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
 

১৬ নভেম্বর রাতে করিমনগর এলাকায় পূর্ব শত্রুতার জেরে আলাউদ্দিন মৃধা (৩৯) নিজ বাড়ির সামনে নির্মমভাবে খুন হন। স্ত্রী নার্গিস বেগম পরে সোনাডাঙা মডেল থানায় মিন্টু শেখসহ কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]