ফেনীতে ফোম কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, মালিকের কোটি টাকার ক্ষতি

আপলোড সময় : ২১-১১-২০২৫ ০৭:৪৬:০২ অপরাহ্ন , আপডেট সময় : ২১-১১-২০২৫ ০৭:৪৬:০২ অপরাহ্ন

ফেনীর তেমুহনী এলাকায় একটি ফোম কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার (২১ নভেম্বর) সকালে ফেনী–মাইজদী সড়কের পাশে অবস্থিত ‘মদিনা ফোম’ কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
 

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। খবর পেয়ে সকাল ৮টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্থানীয়রাও নেভানোর চেষ্টা করেন। ঘন ধোঁয়া ও দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
 

কারখানার মালিক রহিম উল্লাহ চৌধুরী বলেন, এই আগুনে তার বহু বছরের পুঁজি ও ব্যাংক লোনের ওপর গড়ে ওঠা কারখানাটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তিনি জানান, ২০২২ সালেও আগুনে একই ফ্যাক্টরি পুড়ে গিয়েছিল। দ্বিতীয়বারের মতো সব হারিয়ে তিনি এখন সম্পূর্ণ নিঃস্ব। যন্ত্রপাতি, কাঁচামাল, প্রস্তুত ফোমসহ সবকিছুই ছাই হয়ে গেছে।
 

ফেনী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মজিদ জানান, তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ে কাজ চলছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]