নতুন এক যৌথ প্রতিবেদনে প্রো–প্যালেস্টাইন সংগঠনগুলো জানিয়েছে, গাজায় ইসরায়েলের বোমাবর্ষণে ব্যবহৃত মার্কিন তৈরি Mk 80 ও BLU-109 বোমার বিস্ফোরক হিসেবে যে টিএনটি ব্যবহার হয়েছে—তার বেশির ভাগই এসেছে পোল্যান্ডের রাষ্ট্রায়ত্ত কোম্পানি নাইট্রো–কেম থেকে। প্রতিবেদনটিতে বলা হয়, ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর ভেতরে বড় পরিসরে টিএনটি উৎপাদনকারী একমাত্র দেশ হওয়ায় সরবরাহ–শৃঙ্খলের কেন্দ্রবিন্দুতে রয়েছে পোল্যান্ড।
তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ব্যবহারের জন্য আমদানি হওয়া টিএনটির প্রায় ৯০ শতাংশই আসে নাইট্রো–কেম থেকে; কারণ যুক্তরাষ্ট্র দেশে এই উপাদান উৎপাদন করে না। প্রতিষ্ঠানটি ইসরায়েলকেও সরাসরি টিএনটি সরবরাহ করে থাকে। গাজার বিধ্বস্ত এলাকা থেকে উদ্ধার হওয়া বোমার অংশ ও ভিডিও বিশ্লেষণেও পোলিশ উৎসের ইঙ্গিত মিলেছে বলে দাবি প্রতিবেদনের।
আলোচনায় আরও বলা হয়, গাজায় মাত্র এক মাসে দুইটি পারমাণবিক বোমার সমপরিমাণ বিস্ফোরক ব্যবহারের পরও নাইট্রো–কেম নতুন রপ্তানি চুক্তি সই করেছে। ২০২৪ সালে Mk 80 বোমার জন্য প্রথম বড় চুক্তির পর যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য অতিরিক্ত ১,৮০০ Mk 84 বোমা অনুমোদন করে। এরপর ২০২৫ সালে প্রতিষ্ঠানটি ২০২৯ সাল পর্যন্ত সরবরাহের লক্ষ্যে ৩১০ মিলিয়ন ডলারের ১৮,০০০ টন টিএনটি চুক্তি সম্পন্ন করে।
বিশ্লেষকদের মতে, সরবরাহ–শৃঙ্খল নিয়ে এই অভিযোগ আন্তর্জাতিক অঙ্গনে নতুন রাজনৈতিক বিতর্ক তৈরি করেছে, যা ভবিষ্যতে ইউরোপ–মধ্যপ্রাচ্য অস্ত্র বাণিজ্য নীতিতেও প্রভাব ফেলতে পারে।