মঙ্গলের কাছে বিরল ধূমকেতু ‘৩আই/আটলাস’-এর স্পষ্ট ছবি প্রকাশ করল নাসা

আপলোড সময় : ২১-১১-২০২৫ ১১:৩২:৫৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-১১-২০২৫ ১১:৩২:৫৭ পূর্বাহ্ন

মঙ্গলগ্রহের নিকটে আবির্ভূত এক বিরল ধূমকেতুর উচ্চমানের ছবি প্রকাশ করেছে নাসা। সৌরজগত অতিক্রমরত ধূমকেতু ‘৩আই/আটলাস’-কে এত কাছ থেকে ও এত স্পষ্টভাবে এর আগে কখনো দেখা যায়নি বলে জানিয়েছে সংস্থাটি। নাসার এক্স হ্যান্ডলে বুধবার প্রকাশিত ছবিগুলোতে ধূমকেতুটিকে উজ্জ্বল বিন্দুর মতো দেখা যায়, যার চারপাশে গ্যাস ও ধুলোর আবরণ এবং কিছু ফ্রেমে একটি দীর্ঘ সরু লেজ স্পষ্ট হয়েছে।

 

বিজ্ঞানীরা জানান, চলতি বছরের জুলাইয়ে প্রথম সনাক্ত হওয়া ‘৩আই/আটলাস’ সৌরজগতে প্রবেশ করা তৃতীয় আন্তঃনাক্ষত্রিক ধূমকেতু। এর আগে ২০১৭ সালে ‘ওউমুয়ামুয়া’ এবং ২০১৯ সালে ‘২আই/বরিসভ’ ধরা পড়েছিল। তুলনামূলকভাবে নতুন এই ধূমকেতুটি আরও কাছ থেকে পর্যবেক্ষণের সুযোগ দিয়েছে, যদিও এর আচরণ সাধারণ ধূমকেতুর মতোই।
 

নাসা জানায়, তাদের লুসি মহাকাশযান ১৬ সেপ্টেম্বর ধূমকেতুটি মঙ্গলের দিকে ধাবিত হওয়ার সময় বিস্তারিত কিছু ছবি ধারণ করে। একই সময়ে স্টেরিও-এ মানমন্দিরের তোলা চিত্রে দেখা যায়, ধূমকেতুটি প্রতি ঘণ্টায় প্রায় ১ লাখ ৩০ হাজার মাইল বেগে ছুটছিল। ইউরোপীয় মহাকাশ সংস্থার (ইএসএ) এক্সোমার্স ট্রেস গ্যাস অরবিটারও মঙ্গলের পাশ দিয়ে যেতে যেতে ধূমকেতুটির ছবি তোলে। ছবি তোলার সময় এটি পৃথিবী থেকে প্রায় ১ কোটি ৮৬ লাখ মাইল দূরে ছিল।
 

অক্টোবরের শেষ দিকে ‘৩আই/আটলাস’ সূর্যের সবচেয়ে কাছে আসে, ফলে কয়েক সপ্তাহ পৃথিবী থেকে এটি আড়াল হয়ে যায়। নাসা আশা করছে, ডিসেম্বরের শুরুতেই এটি আবার দৃশ্যমান হবে এবং গবেষকরা ধূমকেতুটির আচরণ আরও বিশদভাবে বিশ্লেষণ করতে পারবেন। সংস্থাটি নিশ্চিত করেছে যে ধূমকেতুটি পৃথিবীর জন্য কোনো ধরনের ঝুঁকি সৃষ্টি করছে না। ১৯ ডিসেম্বর এটি পৃথিবীর নিকটতম দূরত্বে আসবে, তবে তখনও দুই পিণ্ডের মধ্যে ব্যবধান থাকবে প্রায় ১৭ কোটি মাইল।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]