ইসরায়েলের শর্তে সীমিত ক্ষমতার এফ-৩৫ পেতে যাচ্ছে সৌদি আরব

আপলোড সময় : ২১-১১-২০২৫ ১১:২৩:৪৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-১১-২০২৫ ১১:২৩:৪৩ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্র সৌদি আরবকে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির সিদ্ধান্তে নীতিগতভাবে সম্মত হয়েছে, তবে মার্কিন আইনের বাধ্যবাধকতায় রিয়াদ পূর্ণ সক্ষমতার মডেল পাবে না। যুক্তরাষ্ট্রের “গুণগত সামরিক শ্রেষ্ঠত্ব (Qualitative Military Edge)” নীতি ইসরায়েলের অস্ত্রসক্ষমতা অঞ্চলজুড়ে সর্বোচ্চ রাখতে বাধ্য করে। ফলে সৌদির এফ-৩৫–এ ইসরায়েলের ব্যবহৃত উন্নত অস্ত্র, অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং পরবর্তী প্রজন্মের AIM-260 ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্ত হবে না।
 
ইসরায়েল ইতোমধ্যে আট বছরেরও বেশি সময় ধরে এফ-৩৫ পরিচালনা করছে এবং বাড়তি বিমান যুক্ত করার প্রক্রিয়াতেও রয়েছে। তবুও রিয়াদের কাছে এই স্টেলথ ফাইটার বিক্রি নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছে। মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য ও আঞ্চলিক রাজনীতির জটিলতায় এই সিদ্ধান্ত এখন কূটনৈতিক আলোচনার নতুন কেন্দ্রবিন্দু হয়ে উঠছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]