ইরান বন্ধ হয়ে থাকা পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করতে সৌদি আরবের কূটনৈতিক সহায়তা চাইছে। তেহরানের আশঙ্কা—ইসরায়েলের আরেকটি সম্ভাব্য হামলা দেশের নিরাপত্তা পরিস্থিতিকে অস্থিতিশীল করতে পারে এবং দীর্ঘদিনের দুর্বল অর্থনীতিকে আরও বিপদে ফেলতে পারে। এ অবস্থায় রাজনৈতিক উত্তাপ কমিয়ে আলোচনার টেবিলে ফেরার চেষ্টা করছে ইরান।
ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে জানিয়েছেন, ইরান কোনো সংঘাত চায় না এবং তাদের আইনগত অধিকার নিশ্চিত করা গেলে তেহরান এখনো কূটনৈতিক পথ বেছে নিতে প্রস্তুত। সৌদি আরব যুক্তরাষ্ট্রের কাছে অত্যন্ত প্রভাবশালী খেলোয়াড়; তাই রিয়াদের মধ্যস্থতা পারমাণবিক আলোচনা পুনরায় সক্রিয় করতে বড় ভূমিকা রাখতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। রিয়াদও বলছে, তারা আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং আলোচনার ভিত্তিতে শান্তিপূর্ণ সমাধানকে সমর্থন করে।