ব্রাজিলে কপ৩০ ভেন্যুতে অগ্নিকাণ্ড, আতঙ্কে হাজারো প্রতিনিধি অপসারণ

আপলোড সময় : ২১-১১-২০২৫ ০৯:৫৮:১৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-১১-২০২৫ ০৯:৫৮:১৪ পূর্বাহ্ন
 

ব্রাজিলের বেলেমে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩০–এর মূল ভেন্যুতে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যার ফলে দুপুরে উপস্থিত হাজারো প্রতিনিধিকে দ্রুত স্থানত্যাগ করতে হয়। বৃহস্পতিবার (২০ নভেম্বর) ব্যস্ততম সময়ে প্যাভিলিয়নের ভেতর হঠাৎ ধোঁয়া ও তাপ ছড়িয়ে পড়লে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
 

অগ্নিকাণ্ড দেখা দেওয়ার পরপরই ভেন্যুর ভেতর হুড়োহুড়ির সৃষ্টি হয়। নিরাপত্তাকর্মীরা জরুরি বহির্গমন পথ নির্দেশ করতে দৌড়াচ্ছিলেন, আর দমকলকর্মীরা শামিয়ানা ঘেরা অংশে ঢুকে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেন। অনেকের মুখে ‘সালিডা! সালিডা! গেট আউট!’—এমন চিৎকার শোনা যায়।
 

আগুনের সূত্রপাত দেশগুলোর প্যাভিলিয়ন জোনে, যেখানে প্রদর্শনী, আলোচনাসভা এবং প্রতিনিধিদের বিভিন্ন কার্যক্রম চলে। ঠিক কোন অংশ থেকে আগুন শুরু হয়েছে তা এখনও নিশ্চিত করা যায়নি। কপ সভাপতির দফতরের একটি সূত্র জানায়, স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
 

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো আহতের খবর পাওয়া যায়নি। কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে। অ্যামাজন অঞ্চলের একটি পুরোনো বিমানবন্দরের স্থানে নির্মিত বিশাল তাঁবুভিত্তিক এই ভেন্যুতে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করেন।
 

দুই সপ্তাহব্যাপী জলবায়ু সম্মেলন কপ৩০–এ বিশ্বের বিভিন্ন দেশ থেকে বহু প্রতিনিধির অংশগ্রহণ রয়েছে। সম্মেলনের আনুষ্ঠানিক শেষ দিন শুক্রবার (২১ নভেম্বর), তবে অতীতে যেমন হয়েছে, শেষ মুহূর্তে সমঝোতার প্রয়োজন হলে সময় বাড়ানোর সম্ভাবনাও রয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]