চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির কার্যক্রম বন্ধের নির্দেশ হাইকোর্টের

আপলোড সময় : ২১-১১-২০২৫ ০১:০৪:৪৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-১১-২০২৫ ০১:১৯:০৫ পূর্বাহ্ন
চট্টগ্রাম বন্দর নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনা–সংক্রান্ত চুক্তির বৈধতা নিয়ে চলমান মামলার রায় না আসা পর্যন্ত চুক্তি-সম্পর্কিত সব কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ বিষয়ে রাষ্ট্রপক্ষ আদালতকে আশ্বস্ত করেছে যে তারা কার্যক্রম স্থগিত রাখবে।
 
বৃহস্পতিবার বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ মৌখিক নির্দেশ দেন। এনসিটি পরিচালনার বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও একটি বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে করা চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানিতে এই নির্দেশ আসে। রিটের পক্ষ থেকে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
 
গত ৩০ জুলাই রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট রুল জারি করেন। নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের বৈধতা প্রশ্নে বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন রিট আবেদনটি করেন। আদালতের নির্দেশের ফলে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এনসিটি চুক্তি–সংক্রান্ত সিদ্ধান্ত, প্রস্তুতি ও পরবর্তী কার্যক্রম স্থগিত থাকবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]