বিচার বিভাগে পূর্ণ স্বাধীনতা: সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশের খসড়ায় চূড়ান্ত অনুমোদন

আপলোড সময় : ২১-১১-২০২৫ ১২:৫৩:৩৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-১১-২০২৫ ১২:৫৩:৩৯ পূর্বাহ্ন
সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এই সিদ্ধান্ত কার্যকর হলে বিচার বিভাগ প্রশাসনিকভাবে আরও স্বাধীন হবে এবং নিম্ন আদালত পরিচালনার গুরুত্বপূর্ণ ক্ষমতা সুপ্রিম কোর্টের অধীনে চলে যাবে।
 
বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে অধ্যাদেশটির খসড়া অনুমোদন করা হয়। দীর্ঘদিন ধরে বিচার বিভাগের প্রশাসনিক স্বাধীনতা নিয়ে যে আলোচনা চলছিল, এই অধ্যাদেশের অনুমোদন সেই প্রক্রিয়াকে এক ধাপ এগিয়ে দিল।
 
পরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে আইন ও বিচার বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানান, অধ্যাদেশটি চূড়ান্ত অনুমোদনের ফলে বিচার বিভাগ প্রকৃত অর্থে স্বাধীন হওয়ার সুযোগ পাবে। এখন থেকে নিম্ন আদালতের বিচারক নিয়োগ, বদলি, শৃঙ্খলাভঙ্গসহ প্রশাসনিক নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্ট সচিবালয়ের কাছে ন্যস্ত থাকবে। এতে আদালতের কাঠামো ও কার্যক্রম আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও পেশাদারভাবে পরিচালিত হওয়ার পথ সুগম হবে।
 
এ অধ্যাদেশ কার্যকর হলে বিচার বিভাগকে নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত করে নিজস্ব ব্যবস্থাপনায় চলার সুযোগ তৈরি হবে, যা দীর্ঘদিনের দাবির বাস্তবায়নও বটে।
 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]