ইন্টারনেট শাটডাউন আর নয়, নিরাপদ ডিজিটাল ব্যবস্থায় জোর দিচ্ছে সরকার

আপলোড সময় : ২০-১১-২০২৫ ১১:১০:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ২০-১১-২০২৫ ১১:১০:২৯ অপরাহ্ন

বাংলাদেশে ভবিষ্যতে আর ইন্টারনেট শাটডাউনের মতো পদক্ষেপ নেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার আইসিটি-বিষয়ক বিশেষ সহকারী ফাইজ আহমেদ তৈয়ব। বৃহস্পতিবার (২০ নভেম্বর) আইসিটি ভবনে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রস্তুতি মূল্যায়ন সম্পর্কিত প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, সরকার নিরাপদ ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট ব্যবহারের পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে।

তিনি উল্লেখ করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা যেন নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তায় হস্তক্ষেপ না করে, সে বিষয়টি সরকার বিশেষ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে।

অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রস্তুতি মূল্যায়ন কেবল প্রযুক্তিগত সক্ষমতা নয়; মানবাধিকার, শাসনব্যবস্থা, দক্ষতা উন্নয়ন, ডেটা সুরক্ষা এবং সামগ্রিক ডিজিটাল ইকোসিস্টেমকে সমন্বিতভাবে শক্তিশালী করাই এর লক্ষ্য।

এ সময় বক্তব্য দেন জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি–ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। তিনি বলেন, বৈশ্বিকভাবে বর্তমানে সবচেয়ে বড় ঝুঁকি হলো ডিজিটাল সংযোগে বৈষম্য। নৈতিক এআই বাস্তবায়নে এই সংযোগ বৈষম্য দূর করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]