শিগগিরই গণভোট আইন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালে ঐতিহাসিক রায়: আইন উপদেষ্টা

আপলোড সময় : ২০-১১-২০২৫ ১১:০১:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ২০-১১-২০২৫ ১১:০১:৫১ অপরাহ্ন

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠানে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, আগামী তিন থেকে চার কার্যদিবসের মধ্যেই গণভোট আইন প্রণয়ন করা হবে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় গঠনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। নতুন এই সচিবালয় নিম্ন আদালতের বিচারকদের প্রশাসনিক দায়িত্ব দেখবে, ফলে সরকার আর তাদের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারবে না। সচিবালয়টি গঠনের পর থেকেই এটি কার্যকর হবে।

এ সময় তিনি আরও জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে দেশে ফিরিয়ে আনতে সরকার ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।

ড. আসিফ নজরুল বলেন, আজকের একটি গুরুত্বপূর্ণ রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হয়েছে। তিনি উল্লেখ করেন, অতীতে এই ব্যবস্থার মাধ্যমে দেশে বেশ কয়েকটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তবে এক সাবেক প্রধান বিচারপতির রায়ের পর এটি অবৈধ ঘোষণা করা হয় এবং পরবর্তী সময়ে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আওয়ামী লীগ সরকার তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে। সর্বশেষ রায়ে সেই সিদ্ধান্ত বাতিল হওয়াকেই তিনি দেশের জন্য তাৎপর্যপূর্ণ বলে মনে করেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]