রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বাষ্প নির্গমন পরীক্ষা বৃহস্পতিবার শুরু, ভয় না পেতে অনুরোধ

আপলোড সময় : ১৯-১১-২০২৫ ১০:২৭:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-১১-২০২৫ ১০:২৭:৫৬ অপরাহ্ন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের স্বাভাবিক কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার (২০ নভেম্বর) থেকে বাষ্প নির্গমন পরীক্ষা শুরু হবে। এ সময় বিকট শব্দ শোনা যেতে পারে জানিয়ে স্থানীয়দের আতঙ্কিত না হওয়ার অনুরোধ করেছে প্রকল্প কর্তৃপক্ষ।

বুধবার (১৯ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষাটি ৪ থেকে ৫ দিন চলবে এবং এটি বিদ্যুৎকেন্দ্রের প্রযুক্তিগত স্থায়িত্ব ও নিরাপত্তা যাচাইয়ের একটি নিয়মিত প্রক্রিয়া। কর্তৃপক্ষ জানিয়েছে, উচ্চচাপের বাষ্প নির্গমনকালে সৃষ্ট শব্দ সম্পূর্ণ স্বাভাবিক এবং এতে জনসাধারণের কোনো ঝুঁকি নেই। এসব পরীক্ষা ভবিষ্যৎ উৎপাদন কার্যক্রম নিরাপদ রাখার অংশ হিসেবেই পরিচালিত হয়।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]