প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আসন্ন গণভোটের প্রস্তুতি শুরু করার আগে প্রয়োজনীয় আইন প্রণয়ন সম্পন্ন হওয়া জরুরি। তিনি বলেন, আগের দুটি গণভোট বিদ্যমান আইন অনুযায়ী অনুষ্ঠিত হলেও এবার গণভোট আয়োজনের জন্য আলাদা আইন এখনো প্রণীত হয়নি।
বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার সংলাপ শেষে তিনি এসব কথা জানান। সিইসি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিবেশ পুরোপুরি সহনীয় নয় এবং এ বাস্তবতা উপেক্ষা করে নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি মন্তব্য করেন। তার মতে, ভোটাররা কাঙ্ক্ষিতভাবে কেন্দ্রে উপস্থিত হলে কোনো পক্ষই অরাজকতা সৃষ্টির সাহস পাবে না।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশন গোপনীয়ভাবে নির্বাচন আয়োজন করতে চায় না। সাংবাদিকদের উপস্থিতি এবং তাঁদের ক্যামেরা কার্যত সিসিটিভির ভূমিকা পালন করবে। তবে ইতোমধ্যে কিছু স্থানে সিসি ক্যামেরা বসানো হলেও সেগুলো সহজেই অচল করে রাখা যায়, যা রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে তিনি উল্লেখ করেন। একইসঙ্গে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবস্থাপনাও বর্তমানে কমিশনের জন্য একটি বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে।