তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

আপলোড সময় : ১৯-১১-২০২৫ ০৮:২৯:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-১১-২০২৫ ০৮:২৯:৫৬ অপরাহ্ন

তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বুধবার (১৯ নভেম্বর) ক্যাম্পাসের অধ্যক্ষ ডা. মো. হেফজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে শিশু বিভাগ থেকে কামিল পর্যায় পর্যন্ত সব শ্রেণির পাঠদান এবং আলিম দ্বিতীয় বর্ষের সব পরীক্ষা স্থগিত রাখা হবে বলে উল্লেখ করা হয়েছে।
 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গভর্নিং বডির সিদ্ধান্ত অনুসারে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে প্রশাসনিক বা অন্যান্য নির্ধারিত কার্যক্রমে সংশ্লিষ্টদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
 

তা’মীরুল মিল্লাত মাদরাসা দেশের অন্যতম বৃহৎ কওমি ও আলিয়া ধারার শিক্ষা প্রতিষ্ঠানের একটি হওয়ায় এই সিদ্ধান্ত অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে প্রশ্নের সৃষ্টি করেছে। তবে নোটিশে বন্ধের কারণ উল্লেখ করা হয়নি।
 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]