আজহারীর মনোনয়ন গুঞ্জন অসত্য—জামায়াতের আনুষ্ঠানিক ব্যাখ্যা

আপলোড সময় : ১৯-১১-২০২৫ ০৮:২৮:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-১১-২০২৫ ০৮:২৮:১৭ অপরাহ্ন

দেশের আলোচিত ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারীকে ঢাকা-৫ (যাত্রাবাড়ী-ডেমরা) আসন থেকে জামায়াতে ইসলামী মনোনয়ন দিচ্ছে—সামাজিক মাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়ার পর দলটি এটিকে সম্পূর্ণ ভুয়া বলে প্রত্যাখ্যান করেছে। জামায়াতের দাবি, বিষয়টির কোনো ভিত্তি নেই এবং এমন সম্ভাবনাও নেই।
 

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এহসান মাহবুব জুবায়ের জানান, আজহারীর মনোনয়ন–বিষয়ক গুঞ্জন গুজব ছাড়া কিছু নয়। তিনি বলেন, রাজনৈতিক প্রার্থিতা নিয়ে অযাচাইকৃত তথ্য ছড়ানো উদ্বেগজনক এবং নাগরিকদের এসব বিষয়ে সতর্ক থাকা জরুরি।
 

সকালে সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া এই তথ্যকে ভিত্তি ধরে কিছু অনলাইন গণমাধ্যমও সংবাদ প্রকাশ করে। অনেকেই আজহারীকে অভিনন্দন জানাতে শুরু করলে পরিস্থিতি আরও জটিল হয়। পরে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে পরিস্থিতি পরিষ্কার করা হয়।
 

একই সঙ্গে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ শাখা ‘বিভ্রান্তি নিরসন’ শীর্ষক এক বার্তায় জানায়, তাদের কোনো সংসদীয় আসনের প্রার্থী পরিবর্তন হয়নি। ঘোষিত তালিকা অনুযায়ী ঢাকা অঞ্চলে প্রাথমিকভাবে মনোনয়ন পাওয়া ব্যক্তিরা হলেন—ঢাকা-৪ এ সৈয়দ জয়নুল আবেদীন, ঢাকা-৫ এ মোহাম্মদ কামাল হোসেন, ঢাকা-৬ এ ড. মো. আব্দুল মান্নান, ঢাকা-৭ এ হাফেয হাজী এনায়েত উল্লাহ, ঢাকা-৮ এ ড. মো. হেলাল উদ্দিন, ঢাকা-৯ এ কবির আহমদ এবং ঢাকা-১০ এ মো. জসিম উদ্দিন সরকার।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]