বাঁশখালীতে ৮ হাজার ইয়াবাসহ শেখ সাইফুর রহমান (৪৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বাঁশখালীতে ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

আপলোড সময় : ০৪-০৭-২০২৫ ০৭:১৪:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৭-২০২৫ ০৭:১৪:৫৭ অপরাহ্ন
বাঁশখালীতে ৮ হাজার ইয়াবাসহ শেখ সাইফুর রহমান (৪৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে বাঁশখালী থানার সামনে প্রধান সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাদক কারবারি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মাজাট অনন্তপুর এলাকার মৃত আহদুল্লার পুত্র।
 
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে বাঁশখালী থানার মূল গেটের সামনে প্রধান সড়কে চেকপোস্ট বসায় পুলিশ। এ সময় বাঁশখালীর দক্ষিণ দিক পেকুয়া থেকে মোটরসাইকেল যোগে আসা সাইফুর রহমানের দেহ তল্লাশি করা হয়। দেহ তল্লাশির একপর্যায়ে তার কাছ থেকে ৮ হাজার ইয়াবা উদ্ধার করা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
 
বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, প্রধান সড়কে থানার মূল গেটের সামনে পাকা রাস্তায় চেকপোস্ট বসানো হয়। এ সময় ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার ও তার ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদক আইনে মামলাসহ আসামিকে আদালতে সোপর্দ করা হবে।
 
সমপ্রতি বাঁশখালীর প্রধান সড়কে কঙবাজার থেকে আসা আরো বেশ কয়েকটি মোটরসাইকেল ও প্রাইভেট কার তল্লাশি করে একইভাবে ইয়াবা উদ্ধার করা হয়। মাদক দ্রব্য রোধে বাঁশখালীর প্রধান সড়কে স্থায়ী পুলিশ চৌকি কিংবা ক্যাম্প করে; দক্ষিণ দিক থেকে আসা সকল গাড়ি তল্লাশির দাবি জানান বাঁশখালীর সচেতন জনগণ। নাহলে ইয়াবাসহ মাদকদ্রব্য সর্বত্র ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা করছে সাধারণ জনগণ। অভিযোগ রয়েছে, ইয়াবা ও অন্যান্য মাদকসহ গ্রেপ্তারকৃতদের আদালতে চালান দেয়া হলেও সাক্ষীর অভাবে অল্প সময়ের মধ্যেই জেলহাজত থেকে বেরিয়ে আসেন মাদক কারবারিরা। ফলে আবারো মাদক পাচারে নেমে পড়ে তারা।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]