ভারতের আদানি গ্রুপের সঙ্গে করা বিদ্যুৎ চুক্তির সরকারি তদন্ত প্রতিবেদন জমা না দেওয়া পর্যন্ত সিঙ্গাপুরে শুরু হতে যাওয়া সালিশি কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার (১৯ নভেম্বর) বিচারপতি মো. বজলুর রহমান ও বিচারপতি উর্মি রহমানের বেঞ্চ এ আদেশ দেন।
এক আবেদনের শুনানি শেষে আদালত জানায়, তদন্ত শেষ হওয়ার আগে সালিশি শুরু হলে তদন্তের কার্যকারিতা ও গুরুত্ব বিঘ্নিত হতে পারে। আবেদনকারী জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এম আবদুল কাইয়ুম যুক্তি দেন, আদানি গ্রুপের সঙ্গে স্বাক্ষরিত বিদ্যুৎ চুক্তিতে বিভিন্ন অনিয়ম রয়েছে এবং এসব বিষয় যাচাই না করে সালিশি শুরু হলে তা দেশের স্বার্থের পরিপন্থী হবে।
চুক্তি পর্যালোচনা বা বাতিলের দাবিতে ব্যারিস্টার কাইয়ুম গত ৬ নভেম্বর পিডিবি চেয়ারম্যান ও জ্বালানি সচিবকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন। তার দাবি, তদন্ত নিস্পত্তির আগেই যদি আদানি গ্রুপ সিঙ্গাপুরে পাওনা সংক্রান্ত সালিশি কার্যক্রমে অগ্রসর হয়, তবে আদালত কর্তৃক গঠিত তদন্ত কমিটির কার্যক্রম অর্থহীন হয়ে যাবে।
এর আগে গত বছরের ১৯ নভেম্বর হাইকোর্টের আরেকটি বেঞ্চ রিট আবেদনের পর চুক্তির বিষয়ে তদন্ত করতে তিন সদস্যের কমিটি গঠন করে রুল জারি করেছিল। ওই তদন্তের প্রতিবেদন এখনো জমা না পড়ায় আদালত সালিশি স্থগিতের প্রয়োজনীয়তা দেখছে।