গাজীপুর সদরে একটি মশার কয়েল উৎপাদনকারী কারখানার রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দ্রুত ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ও স্থানীয়রা একযোগে কাজ করছে, যাতে বড় ধরনের ক্ষয়ক্ষতির ঝুঁকি কমানো যায়।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বাঘের বাজার এলাকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে উপবন ফিলিং স্টেশনের পাশে অবস্থিত কারখানাটিতে আগুন লাগে। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন। তিনি জানান, রাসায়নিকের উপস্থিতির কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি সামাল দিতে তৎক্ষণাৎ একাধিক ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।
বিকেল আড়াইটার দিকে তিনি জানান, ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় হাজী নূরুল ইসলাম মডেল অ্যাকাডেমির শিক্ষার্থীরাও আগুন নিয়ন্ত্রণে সহায়তা করছে। আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই চলছে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।