গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন পরিকল্পনা প্রস্তাব পাশ, ‘উপনিবেশিক মানসিকতা’ বলল রাশিয়া

আপলোড সময় : ১৯-১১-২০২৫ ১১:০১:৩৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৯-১১-২০২৫ ১১:০১:৩৭ পূর্বাহ্ন
 

গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) মোতায়েনের যে পরিকল্পনা যুক্তরাষ্ট্র প্রস্তাব করেছে, তাকে ‘উপনিবেশিক যুগের মানসিকতার প্রতিফলন’ বলে আখ্যা দিয়েছে রাশিয়া। সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই বাহিনী গঠনের প্রস্তাব পাশ হলেও এ ভোটে অংশগ্রহণ থেকে বিরত থাকে রাশিয়া এবং চীন।
 

১৭ নভেম্বর অনুষ্ঠিত ভোটে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ১৩টি। কোনো দেশ সরাসরি বিরোধিতা না করায় প্রস্তাবটি সহজেই গৃহীত হয়। তবে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভাসিলি নেবেনজিয়া জানান, প্রস্তাবটিতে স্বচ্ছতার অভাব ছিল এবং এতে ফিলিস্তিনিদের মতামত উপেক্ষিত হয়েছে—এ কারণেই মস্কো ভোটদানে বিরত ছিল।
 

তিনি সতর্ক করে বলেন, এই রেজ্যুলেশন যুক্তরাষ্ট্রের জন্য এমন একটি ‘অজুহাত’ হয়ে দাঁড়ানো উচিত নয়, যার আড়ালে ইসরাইল ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে তাদের কার্যক্রম আরও নির্বিচারে পরিচালিত হতে পারে। নেবেনজিয়ার মতে, প্রস্তাবিত বাহিনী শান্তিরক্ষী বাহিনীর চেয়ে বেশি যুদ্ধপ্রবণ শক্তিতে রূপ নিতে পারে।
 

রুশ রাষ্ট্রদূত আরও অভিযোগ করেন, আইএসএফ কীভাবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) সঙ্গে সমন্বয়ে কাজ করবে—তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। বরং গৃহীত প্রস্তাব অনুযায়ী বাহিনীটি রামাল্লা প্রশাসনের মতামত উপেক্ষা করেই স্বায়ত্তশাসিতভাবে পরিচালিত হতে পারে বলে তিনি আশঙ্কা ব্যক্ত করেন।
 

প্রস্তাবিত এই আন্তর্জাতিক বাহিনীতে যুক্তরাষ্ট্র, তুরস্ক, কাতার ও মিসর অন্তর্ভুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। গাজার পুনর্গঠন ও নিরাপত্তার নামে বাহিনীটি কার্যক্রম পরিচালনা করবে।
 

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবটি পাস হওয়াকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে উল্লেখ করেছেন এবং আরও নতুন উদ্যোগের ইঙ্গিত দিয়েছেন। অন্যদিকে হামাস এই পরিকল্পনাকে চাপিয়ে দেওয়া ‘আন্তর্জাতিক অভিভাবকত্ব ব্যবস্থা’ হিসেবে প্রত্যাখ্যান করেছে এবং জানিয়েছে, তারা কখনোই অস্ত্র সমর্পণ করবে না।
 

মানবাধিকার সংস্থাগুলোও উদ্বেগ জানিয়ে বলেছে, এই পরিকল্পনা ফিলিস্তিনিদের স্বাধীনতার অধিকার, যুদ্ধাপরাধের দায়বদ্ধতা এবং ক্ষতিপূরণের মত মৌলিক বিষয়গুলোকে উপেক্ষা করছে।
 

সূত্র: তাসনিম নিউজ

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]