দক্ষিণ লেবাননে শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি ড্রোন হামলা: নিহত কমপক্ষে ১৩

আপলোড সময় : ১৯-১১-২০২৫ ১০:১৩:৪৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৯-১১-২০২৫ ১০:১৩:৪৪ পূর্বাহ্ন

দক্ষিণ লেবাননের একটি ফিলিস্তিনি শরণার্থী ক্যাম্পে ইসরায়েলের চালানো ড্রোন হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী—দু’পক্ষই। এ হামলা চলমান যুদ্ধবিরতির মধ্যেই সংঘটিত হওয়ায় নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (১৮ নভেম্বর) ক্যাম্পটির মসজিদের পাশের একটি গাড়িকে লক্ষ্য করে ড্রোনটি আঘাত হানে। ঘটনার একটি ভিডিও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) প্রকাশ করেছে, যেখানে লক্ষ্যবস্তুতে হামলার মুহূর্তটি দেখা যায়।

ইসরায়েল দাবি করেছে, ওই এলাকায় হামাসের সদস্যরা অবস্থান করছিল। তবে ফিলিস্তিনি মুক্তিকামী গোষ্ঠী হামাস এ অভিযোগ অস্বীকার করেছে। ক্যাম্পটি লেবাননের সবচেয়ে বড় ফিলিস্তিনি শরণার্থী কেন্দ্র হওয়ার কারণে সেখানে যেকোনো হামলা ব্যাপক মানবিক ঝুঁকি তৈরি করে বলে বিশেষজ্ঞরা মনে করেন।

যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকলেও সম্প্রতি লেবাননের সীমান্ত এলাকায় ইসরায়েলের হামলা বেড়েছে বলে অভিযোগ রয়েছে। এসব ঘটনার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও ঘনীভূত হচ্ছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]