শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে ফরিদপুরে উল্লাস, মিষ্টি বিতরণ

আপলোড সময় : ১৭-১১-২০২৫ ০৮:১৭:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-১১-২০২৫ ০৮:১৭:৫৪ অপরাহ্ন

মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর ফরিদপুরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর শহরের বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
 

রায় ঘোষণার কিছুক্ষণ পর ফরিদপুর প্রেসক্লাবের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা জড়ো হয়ে রায়ের প্রতি সমর্থন জানিয়ে স্লোগান দেন এবং পথচারীদের মাঝে মিষ্টি বিতরণ করেন। উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক কাজী রিয়াজ, মুখ্য সংগঠক আনিসুর রহমান সজল, যুগ্ম আহ্বায়ক এনামুল চৌধুরী, সাজ্জাদ হোসেন, আর এম হৃদয়সহ আরও অনেকে।
 

এদিকে জেলা জামায়াতের পক্ষ থেকেও মোটরসাইকেল শোভাযাত্রা বের করে রায়কে স্বাগত জানানো হয়। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান।
 

রায়কে ঘিরে সারাদেশে নিরাপত্তা জোরদার থাকলেও ফরিদপুরে পরিবেশ শান্ত ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]