ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্থলবন্দর শ্রমিক লীগ সভাপতি শাহনেওয়াজ শানু (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে আখাউড়া স্থলবন্দর এলাকার নিজ বাসভবনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি মৃত আবু তাহের সরদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি উপজেলায় নিরাপত্তাবাহিনীর বিশেষ নজরদারি কার্যক্রমের অংশ হিসেবে কয়েকজন সন্দেহভাজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল, যার মধ্যে শানু অন্যতম। তিনি দীর্ঘদিন ধরে পলাতক আওয়ামী লীগ নেতাদের সঙ্গে গোপনে যোগাযোগ রেখে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন বলে পুলিশ দাবি করছে। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে আখাউড়া থানার ওসি মোহাম্মদ ছমিউদ্দিন জানান, শানুর বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং স্থানীয় রাজনৈতিক অস্থিরতায় উসকানি দেওয়ার অভিযোগ রয়েছে। তিনি বলেন, উপজেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং নিষিদ্ধ সংগঠনগুলোর কার্যক্রম দমনে বিশেষ অভিযান চলমান থাকবে।