জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের ফরেনসিক শনাক্তকরণ প্রক্রিয়া আগামী ৭ ডিসেম্বর রায়েরবাজার কবরস্থানে শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি জানান, এ কাজের জন্য আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল ৫ ডিসেম্বর দেশে পৌঁছাবে এবং পরদিন থেকেই শনাক্তকরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে।
রোববার (১৬ নভেম্বর) রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধসংলগ্ন কবরস্থানে গণকবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ তথ্য জানান। উপদেষ্টা বলেন, জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে রায়েরবাজার এলাকায় অস্থায়ী মর্গ ও কর্মপরিসর স্থাপন করা হবে, যেখানে পুরো শনাক্তকরণ প্রক্রিয়া পরিচালিত হবে। তিনি আরও জানান, প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা ও তদন্ত কার্যক্রমে সিআইডি (CID) অংশ নেবে।
এ সময় জুলাই শহীদদের কবর বাঁধাইয়ের চলমান কাজও পরিদর্শন করেন তিনি। উপদেষ্টা বলেন, দ্রুততম সময়ে সম্মানজনক ও বৈজ্ঞানিকভাবে শনাক্ত প্রক্রিয়া শেষ করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।