বিচারকদের নিরাপত্তা বাড়ানোর রিট: কলম বিরতি স্থগিত

আপলোড সময় : ১৬-১১-২০২৫ ০৮:১৫:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১১-২০২৫ ০৮:১৫:৫১ অপরাহ্ন

সুপ্রিম কোর্টে রোববার অধস্তন আদালতের বিচারকদের নিরাপত্তা বাড়ানোর জন্য রিট দায়ের করা হয়েছে। আইনজীবী ইউনূস আলী আকন্দের মাধ্যমে দায়ের করা এই রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইন সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।
 

রিটের পেছনের প্রেক্ষাপট হিসেবে উল্লেখযোগ্য, রাজশাহী মহানগর দায়রা জজের বাসায় ঢুকে তার ছেলেকে হত্যা করার ঘটনার পরিপ্রেক্ষিতে বিচারকদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার দাবিতে সরকারের কাছে দুই দফা দাবি জানানো হয়েছিল। সরকারের পক্ষ থেকে এ দাবির বাস্তবায়নের আশ্বাস মিলায়, যার প্রেক্ষিতে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন কলম বিরতি কর্মসূচি স্থগিত করেছে।
 

অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে অনুষ্ঠিত সাক্ষাতে রিটের বিষয়ক দাবি এবং নিরাপত্তা বাড়ানোর বিষয়গুলোর বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিচারকদের পূর্বঘোষিত কর্মসূচি আপাতত স্থগিত রাখা হয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]