সীতাকুণ্ডে বাস–ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৪, আহত বহু

আপলোড সময় : ১৬-১১-২০২৫ ০৮:১১:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-১১-২০২৫ ০৮:১১:১৭ অপরাহ্ন

চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বহু যাত্রী।
 

রোববার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের বটতলা এলাকায় চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ডাম্প ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যান।
 

পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখন পর্যন্ত ২০ জনকে নেওয়া হয়েছে, যার মধ্যে ১২ জনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 

হাইওয়ে পুলিশের ইনচার্জ জাকির রাব্বানী জানিয়েছেন—আহতদের বেশিরভাগের অবস্থাই আশঙ্কাজনক। দুর্ঘটনার কারণে মহাসড়কে যান চলাচলেও সাময়িক ব্যাঘাত সৃষ্টি হয়।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]