তারিক সাঈদ মামুন হত্যায় পাঁচ দিন পর মামলা, অজ্ঞাত ১২ জন আসামি

আপলোড সময় : ১৬-১১-২০২৫ ০৯:৪০:১৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৬-১১-২০২৫ ০৯:৪০:১৯ পূর্বাহ্ন

রাজধানীর সূত্রাপুরে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত তারিক সাঈদ মামুন হত্যাকাণ্ডের পাঁচ দিন পর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সূত্রাপুর থানায় নিহত মামুনের স্ত্রী বিলকিস আক্তার রীপা অজ্ঞাতনামা ১০–১২ জনকে অভিযুক্ত করে মামলা করেন।

থানা সূত্রে জানা যায়, মামলার অভিযোগে রীপা উল্লেখ করেছেন যে, পরিকল্পিতভাবে তার স্বামীকে গুলি করে হত্যা করা হয়। ঘটনার পর ডিএমপি’র গোয়েন্দা বিভাগ ইতোমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—মূল শুটার ফারুক ও রবিন, রুবেল, শামীম আহম্মেদ এবং মো. ইউসুফ ওরফে জীবন।

গ্রেপ্তার অভিযানে দুটি পিস্তল ও গুলি উদ্ধার করে পুলিশ। অস্ত্র আইনে মোহাম্মদপুর থানায় দায়ের হওয়া পৃথক মামলায় তারা চার দিনের রিমান্ডে ডিবি পুলিশের হেফাজতে রয়েছে। হত্যার পেছনের কারণ ও পরিকল্পনাকারীদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]