সিলেটে পৃথক দুটি স্থানে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্স ও একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের দেয়া আগুনে দুটি যানবাহন আংশিক পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শনিবার (১৫ নভেম্বর) রাত আড়াইটার দিকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে প্রথম অগ্নিসংযোগের ঘটনাটি ঘটে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সিসিটিভি ফুটেজে দেখা গেছে—দুটি মোটরসাইকেলে পাঁচজন তরুণ পার্কিং এলাকায় প্রবেশ করে। তারা দ্রুত অ্যাম্বুলেন্সে আগুন ধরিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ছাড়া একই রাতে সিলেটের কুমারগাঁও বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসেও দুর্বৃত্তরা আগুন দেয়। কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা এখনও স্পষ্ট নয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্ত করছে।