শীতের মাঝেই দক্ষিণ গাজায় ভারি বৃষ্টিতে ডুবে গেল শরণার্থী শিবির, বাড়ছে মানবিক সংকট

আপলোড সময় : ১৬-১১-২০২৫ ০৩:২৯:১১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৬-১১-২০২৫ ০৩:২৯:১১ পূর্বাহ্ন

দক্ষিণ গাজার খান ইউনিসে অপ্রতিরোধ্য ভারি বর্ষণে ফের তলিয়ে গেছে ফিলিস্তিনি শরণার্থীদের শিবির। শুক্রবার সকাল থেকে নিম্নচাপ ও শীতল বায়ুর প্রভাবে শুরু হওয়া টানা বৃষ্টি শনিবার পর্যন্ত অব্যাহত থাকায় যুদ্ধবিধ্বস্ত এই অঞ্চলের লাখো মানুষের দুর্ভোগ আরও চরমে উঠেছে।
 

আল-মাওয়াসি এলাকার শরণার্থী শিবিরগুলোতে পানি ঢুকে পড়ায় জরুরি উদ্ধারকাজে নামে গাজার সিভিল ডিফেন্স কর্মীরা। সংস্থাটির মতে, ভারি বর্ষণের কারণে বহু তাবু ও অস্থায়ী আশ্রয়ভবন পানির নিচে তলিয়ে গেছে, ফলে বাস্তুচ্যুত পরিবারগুলো চরম সংকটে পড়েছে।
 

গাজা প্রশাসনের হিসাবে, চলমান সংঘাত ও দুর্যোগে প্রায় ১ লাখ ৩৫ হাজার তাবুর মধ্যে ৯৩ শতাংশের বেশি এখন বসবাসের অযোগ্য। এতে যারা আগেই ইসরায়েলি হামলায় গৃহহীন হয়েছেন, তাদের সামনে নতুন করে দেখা দিয়েছে আশ্রয় সংকট।
 

এ অবস্থায় জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা (UNRWA) দ্রুত আশ্রয়সামগ্রী প্রবেশের অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে। সংস্থাটি জানায়, “গাজায় শীত নেমে এসেছে, আর টানা বৃষ্টি পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে।” তাদের দাবি, প্রয়োজনীয় তাবু ও মোবাইল হোম প্রস্তুত থাকলেও যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েল এসব সরঞ্জাম প্রবেশে বাধা দিচ্ছে।
 

এদিকে আলোচিত যুদ্ধবিরতি পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা প্রস্তাব অন্তর্ভুক্ত রয়েছে, যেখানে জিম্মি বিনিময়, গাজা পুনর্গঠন ও নতুন প্রশাসন গঠনের বিষয়ও আছে। উল্লেখযোগ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত প্রায় ৬৯ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।
 

সূত্র: TRT World

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]