সালাতুল ইসতিসকার পরদিন মদিনায় কাঙ্ক্ষিত বর্ষণ, সৌদিতে জারি লাল সতর্কতা

আপলোড সময় : ১৬-১১-২০২৫ ০৩:০৬:৪৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৬-১১-২০২৫ ০৩:০৬:৪৬ পূর্বাহ্ন

সৌদি আরবে বৃষ্টি কামনার বিশেষ নামাজ ‘সালাতুল ইসতিসকা’ অনুষ্ঠিত হওয়ার মাত্র একদিন পরই মদিনার আকাশে নামে কাঙ্ক্ষিত বৃষ্টি। শুক্রবারের প্রবল বর্ষণে ভিজে ওঠে মসজিদে নববীর প্রাঙ্গণ, যেখানে মুসল্লিরা বর্ষণের মধ্যেই আদায় করেন জুমার নামাজ। এই মনোমুগ্ধকর দৃশ্য বিশ্বজুড়ে মুসলমানদের মধ্যে গভীর আবেগের সৃষ্টি করেছে।
 

বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের নির্দেশে বৃহস্পতিবার দেশব্যাপী মসজিদগুলোতে এই বিশেষ নামাজ অনুষ্ঠিত হয়, যার মাধ্যমে আল্লাহর নিকট বৃষ্টির কামনা জানানো হয়। এর আগে কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতেও একই উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়েছিল বিশেষ দোয়া ও নামাজ।
 

বর্তমানে সৌদির মক্কা, মদিনা, রিয়াদ ও আসিরসহ বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি হচ্ছে। এ অবস্থায় সৌদি জাতীয় আবহাওয়া কেন্দ্র (NCM) মদিনার জন্য জারি করেছে লাল সতর্কতা এবং মক্কায় তীব্র আবহাওয়ার সতর্কতা। সংস্থাটি জানিয়েছে, শিলাবৃষ্টি, আকস্মিক বন্যা ও বজ্রপাতের আশঙ্কা থাকায় বাসিন্দা ও ওমরাহ পালনকারীদের বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।
 

শনিবার ভোরে মক্কার মসজিদুল হারামেও প্রবল বর্ষণ দেখা যায়। ট্রাফিক বিভাগ চালকদের সতর্ক গতিতে গাড়ি চালানোর পরামর্শ দিয়েছে। ইতোমধ্যেই বৃষ্টিসিক্ত মসজিদে নববীর দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে— অনেকেই একে আল্লাহর রহমতের প্রতীক হিসেবে উল্লেখ করছেন।
 

তথ্যসূত্র: খালিজ টাইমস

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]