মোংলা বন্দরে শুক্রবার পৌঁছেছে যুক্তরাষ্ট্র থেকে তৃতীয় চালান গম, যার পরিমাণ ৬০,৮৭৫ টন। এটি সরকার-টু-সরকার (জিটুজি) ভিত্তিক আমদানির আওতায় প্রথম দুই চালানের পর তৃতীয় অংশ, যা মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) অনুযায়ী নগদ ক্রয় চুক্তির অংশ।
বাংলাদেশ ইতিমধ্যে যুক্তরাষ্ট্র থেকে মোট ৪ লাখ ৪০ হাজার টন গম আমদানির পরিকল্পনা করেছে। এর মধ্যে ২৫ অক্টোবর প্রথম চালানে ৫৬,৯৫৯ টন এবং ৩ নভেম্বর দ্বিতীয় চালানে ৬০,৮০২ টন গম দেশে পৌঁছেছে। তৃতীয় চালানের সঙ্গে মিলিয়ে এই তিনটি চালানে যুক্তরাষ্ট্র থেকে মোট ১,৭৮,৬৩৬ টন গম বাংলাদেশে এসেছে।
এবারকার চালানটি এমভি ওয়েকো টাটি জাহাজে মোংলা বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। খাদ্য মন্ত্রণালয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষা ইতিমধ্যেই শুরু হয়েছে। পরীক্ষা শেষে দ্রুত খালাসের ব্যবস্থা নেয়া হবে এবং দেশের বিভিন্ন জায়গায় বিতরণের প্রক্রিয়া শুরু হবে।
সরকার-টু-সরকার চুক্তির এই উদ্যোগ দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই গম দ্রুত প্রক্রিয়াজাত ও বিতরণ করা হবে যাতে স্থানীয় বাজারে সরবরাহের কোনো ব্যাঘাত না ঘটে।