‘দেশ গুছিয়ে দিয়ে যেতে চাই’ – বিদায়ের আগে অর্থ উপদেষ্টার পরিকল্পনা

আপলোড সময় : ১৫-১১-২০২৫ ১০:৪২:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১১-২০২৫ ১০:৪২:৪০ অপরাহ্ন
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, সরকারের মেয়াদের বাকি কয়েক মাসে তিনি দেশের ভবিষ্যৎ উন্নয়নের জন্য একটি সুসংগঠিত ভিত্তি তৈরি করে যেতে চান। তিনি বলেছেন, এই সময়টুকুতে দেশের মৌলিক কাঠামো মজবুত করা হবে, যাতে পরবর্তী নেতৃত্ব উন্নয়নের ধারা এগিয়ে নিতে পারে।
 
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাক্সেশন) অ্যাসোসিয়েশনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ উপদেষ্টা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান, সদস্য জি. এম. আবুল কালাম কায়কোবাদ ও অ্যাসোসিয়েশনের সভাপতি মোতাসিম বিল্লাহ ফারুকী।
 
ড. সালেহউদ্দিন বলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সুনাম বাড়ছে। চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশ দৃঢ়ভাবে এগিয়ে চলছে, যার স্বীকৃতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) ও বিশ্বব্যাংকও দিয়েছে। ভবিষ্যৎ উন্নয়নকে আরও দ্রুততর করতে দক্ষতা ও দূরদর্শীতার প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
 
এনবিআর পুনর্গঠন নিয়ে সাম্প্রতিক আন্দোলনের প্রসঙ্গে তিনি জানান, ভুল বোঝাবুঝি থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়েছিল। তবে ব্যক্তিগতভাবে কোনো কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তার পছন্দ নয়। আন্দোলনের সময় এক মাসের বেশি অপেক্ষা করেও তিনি কাউকে শাস্তির আওতায় আনেননি বলে উল্লেখ করেন।
 
প্রসঙ্গত, এনবিআর বিলুপ্ত করে দুটি পৃথক কর বিভাগ গঠনের সিদ্ধান্তের বিরোধিতায় তিন মাসের আন্দোলন চালান এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা। আন্দোলনে সম্পৃক্ততার অভিযোগে প্রায় ৩০ জন কর্মকর্তাকে বরখাস্ত বা অবসরে পাঠানো হয়েছে এবং অনেকের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
 
কর্মপরিবেশের প্রতি অনুরাগ দেখিয়ে ড. সালেহউদ্দিন বলেন, পরিবেশ অনুকূল না থাকলে কর্মস্পৃহা নষ্ট হয়। রাজস্ব সংগ্রহ বাড়াতে তিনি কর্মকর্তা-কর্মচারীদের সফট স্কিল উন্নয়নের ওপর জোর দেন। তার মত অনুযায়ী, চাপ প্রয়োগ করে নয়, বরং দক্ষতা ও উৎসাহকে কাজে লাগিয়েই রাজস্ব আদায়কে টেকসই করা সম্ভব।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]