রোজার আগেই নির্বাচন: ফেব্রুয়ারিতে ভোট, নিরাপত্তায় রেকর্ড প্রস্তুতি

আপলোড সময় : ১৫-১১-২০২৫ ১০:৩৫:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১১-২০২৫ ১০:৩৫:৩৭ অপরাহ্ন
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী নিরাপত্তা ও ব্যবস্থাপনায় সব প্রস্তুতি কার্যত আজ থেকেই সম্পন্ন বলে তিনি নিশ্চিত করেছেন।
 
শনিবার দুপুরে পটুয়াখালী সার্কিট হাউজে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা এ তথ্য জানান। তিনি বলেন, নির্বাচনের নিরাপত্তায় ৯ দিনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে—নির্বাচনের আগে পাঁচ দিন, নির্বাচনের দিন এবং পরবর্তী তিন দিনসহ।
 
প্রস্তুতিমূলক কর্মপরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, বর্তমানে মাঠে ৩০ হাজার সেনাবাহিনী কার্যরত আছে। নির্বাচনের সময় এই সংখ্যা হবে প্রায় ১ লাখ। পাশাপাশি থাকবেন: ১ লাখ ৫০ হাজার পুলিশ, ৩৫ হাজার বিজিবি, ৫ হাজার নৌবাহিনী, ৪ হাজার কোস্টগার্ড, ৮ হাজার র‍্যাব ও প্রায় সাড়ে ৫ লাখ আনসার। জাতীয় নির্বাচনের ইতিহাসে নিরাপত্তা বাহিনীর এ অন্যতম বৃহৎ মোতায়েন হবে।
 
তিনি আরও বলেন, নির্বাচনের পরিবেশ অস্থিতিশীল করার কোনো সুযোগ দেয়া হবে না। সরকারের মূল লক্ষ্য হলো জনগণের ভোটাধিকার সুরক্ষা এবং নির্বাচনকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা। দুপুরে পটুয়াখালী পুলিশ লাইন ঘুরে তিনি নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন এবং আইন-শৃঙ্খলা ব্যবস্থাপনা, নৌপথ নিরাপত্তা, সাইবার নজরদারি ও নিবারণমূলক টহল নিয়ে নির্দেশনা দেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]