চরমপন্থী বসতিবাসীদের নিয়ন্ত্রণে ইলেকট্রনিক ব্রেসলেটের প্রস্তাব ইসরাইলি শিন বেট প্রধানের

আপলোড সময় : ১৫-১১-২০২৫ ১০:২৩:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১১-২০২৫ ১০:২৩:০৩ অপরাহ্ন
ইসরাইলের নিরাপত্তা সংস্থা শিন বেটের প্রধান ডেভিড জিনি পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে বাড়তে থাকা অবৈধ বসতিবাসী সহিংসতা ঠেকাতে চরমপন্থী বসতিবাসীদের ওপর ইলেকট্রনিক মনিটরিং ব্রেসলেট ব্যবহার করার প্রস্তাব করেছেন, যা কোনো বিচারিক গ্রেপ্তার ছাড়াই নজরদারি সম্ভব করবে।
শনিবার আনাদোলু এজেন্সির প্রতিবেদনে ইসরাইলি দৈনিক ইয়েদিয়োথ আহারোনথের বরাত দিয়ে জানানো হয়েছে যে, ডেভিড জিনি প্রশাসনিক গ্রেপ্তার ছাড়াই ‘ইলেকট্রনিক হ্যান্ডকাফ’ ব্যবহার করে চরমপন্থী বসতিবাসীদের ওপর নজরদারি চালানোর বিশেষ প্রস্তাব দিয়েছেন। তবে এখন পর্যন্ত প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু বা প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ক্যাটজ কোনো ব্যবস্থা নেননি বলেই রিপোর্টে উল্লেখ রয়েছে।
 
যুক্তরাষ্ট্র বাড়ছে উদ্বেগ প্রকাশ করেছে, কারণ পশ্চিম তীরে এই সহিংসতা অঞ্চলে আরও অস্থিতিশীলতা তৈরি করতে পারে এবং গাজা-সংক্রান্ত যুদ্ধবিরতি চুক্তি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।
 
ফিলিস্তিনি সরকারের ওয়াল ও বসতি প্রতিরোধ কমিশনের তথ্য অনুযায়ী, অক্টোবর ২০২৩ থেকে অবৈধ বসতিবাসীরা পশ্চিম তীরে ৭,১৫৪টি হামলা চালিয়েছে। এসব হামলায় ৩৩ জন ফিলিস্তিনি নিহত ও ৩৩টি সম্প্রদায় উচ্ছেদ হয়েছে। একই সময়ে, বসতিবাসী ও ইসরাইলি সেনার যৌথ হামলায় অন্তত ১,০৭২ ফিলিস্তিনি নিহত এবং প্রায় ১০,৭০০ জন আহত হয়েছেন।
 
গত জুলাইয়ে আন্তর্জাতিক বিচারালয় (আইসিজে) একটি ঐতিহাসিক মতামত প্রকাশ করে, যেখানে ইসরায়েলের ফিলিস্তিনি ভূখণ্ড দখলকে অবৈধ ঘোষণা করা হয়। পাশাপাশি পশ্চিম তীর ও পূর্ব জেরুসালেমের সব বসতি খালি করতে ইসরায়েলকে আহ্বান জানানো হয়, যদিও তা বাস্তবায়ন হয়নি।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]