বাংলাদেশে সহযোগিতা জোরদারে জাপানের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার

আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ১১:৪৫:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ১১:৪৫:৫৬ অপরাহ্ন
বৃহস্পতিবার (৩ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাইকার নির্বাহী সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিয়াজাকি কাতসুরার সঙ্গে এক বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাপানের প্রতি বিনিয়োগ, মৎস্য খাত, রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা, শিক্ষা ও খেলাধুলাসহ যুব উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানান।
 
প্রধান উপদেষ্টা বলেন, “জাপান বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু। আমি সম্প্রতি জাপান সফরে গিয়ে যে উষ্ণতা ও আতিথেয়তা পেয়েছি, তা আমাকে গভীরভাবে স্পর্শ করেছে।”
 
মিয়াজাকি জানান, এশিয়ায় বাংলাদেশ জাপানের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার। তিনি বাংলাদেশের উন্নয়ন যাত্রায় জাপানের অব্যাহত সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং জুলাইয়ের আন্দোলনে নিহত ও আহতদের প্রতি গভীর শোক জানান।
 
বৈঠকে অধ্যাপক ইউনূস মাতারবাড়ি প্রকল্পকে “বাংলাদেশের ভবিষ্যতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চল” হিসেবে উল্লেখ করেন এবং দেশের সামুদ্রিক সম্ভাবনার দিকটি তুলে ধরে বলেন, “আমরা একটি সমুদ্রভিত্তিক অর্থনীতিতে পরিণত হতে চাই।”
 
তিনি আরও বলেন, “অনেক তরুণ জাপানে কাজ করতে যেতে চায়, কিন্তু ভাষা একটি বড় বাধা। আমরা প্রস্তাব দিয়েছি—জাপানি শিক্ষকরা বাংলাদেশে এসে অথবা অনলাইনের মাধ্যমে ভাষা ও কর্মস্থলের আচরণ শেখাতে পারেন।”
 
বৈঠকে তরুণদের জন্য জাপানে পড়াশোনার বৃত্তি ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির আহ্বানও জানান প্রধান উপদেষ্টা।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]