এনসিপি থেকে বহিষ্কৃত মুনতাসিরের বিস্ফোরক অভিযোগ: উপদেষ্টার ভাইয়ের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ

আপলোড সময় : ১৫-১১-২০২৫ ১০:১৬:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১১-২০২৫ ১০:১৬:২৪ অপরাহ্ন
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে বহিষ্কৃত সাবেক কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদ দলীয় উপদেষ্টা মাহফুজ আলমের ভাই মাহবুব আলমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেছেন, চাকরি ছাঁটাই, মিথ্যা সমকামী প্রচার, রাজনৈতিক ষড়যন্ত্র এবং হুমকির মাধ্যমে তাঁকে রাজনৈতিকভাবে নিঃশেষ করার চেষ্টা হয়েছে।
 
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক দীর্ঘ পোস্টে মুনতাসির অভিযোগ করেন, সাংগঠনিক নিয়ম মেনে বারবার অভিযোগ জানানো সত্ত্বেও দলীয় নেতৃত্ব তাঁর ওপর চালানো হয়রানির বিচার করেনি। তাঁর বক্তব্য অনুযায়ী, উপদেষ্টা মাহফুজ আলমের ভাই মাহবুব আলম ব্যক্তিগত প্রভাব খাটিয়ে তাকে চাকরি থেকে বহিষ্কার করেছেন এবং তাঁর বিরুদ্ধে ‘সমকামী’ পরিচয় ব্যবহার করে সংবাদ প্রচার করা হয়েছে, যা পরিবারসহ সামাজিকভাবে অপমানজনক প্রমাণিত হয়েছে।
 
মুনতাসির দাবি করেন, “নেতৃত্বে দুর্নীতির বিরুদ্ধে কথা বলার কারণেই আমাকে রাজনৈতিকভাবে মাইনাস করা হয়েছে। কারও নির্দেশে দলের আহ্বায়কও চাপের মুখে থাকেন। আমাকে বহিষ্কার করা হয়েছে কোনো তদন্ত ছাড়াই।”
 
তিনি আরও অভিযোগ করেন, দলের কিছু নেতার দুর্নীতিবিরোধী অবস্থানে থাকার কারণে অনেক আগেই যারা এনসিপি ছেড়ে ‘আপ বাংলাদেশ’ করেছেন, তিনি তাদের গতি অনুসরণ করছেন। তার কথায়, “জুনায়েদ ভাই আর রাফে ভাইরাও পদ না পেয়ে নয়, দুর্নীতিবাজ কোরামের অধীন না থাকতে পারায় দল ছাড়েন।”
 
পোস্টে মুনতাসির বলেন, রাজনৈতিক প্রতিহিংসা ছাড়াও তাঁকে শারীরিক হামলা, হুমকি, এমনকি বাসায় পর্যন্ত অনুসরণ করার ঘটনা ঘটেছে। তাঁর কথায়, “এই অবিচারের বিচার চাই, নয়তো ভবিষ্যতে অন্যদেরও একই পরিণতি হতে পারে।”

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]