একদিনে নির্বাচন–গণভোট পরিকল্পনা ‘জুলাই স্পিরিটের পরিপন্থী’: জামায়াত নেতার মন্তব্য

আপলোড সময় : ১৫-১১-২০২৫ ০৯:৪৯:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১১-২০২৫ ০৯:৪৯:৫৪ অপরাহ্ন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের প্রধান উপদেষ্টার প্রস্তাব জুলাই গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তার দাবি, শত শত শহীদের আত্মত্যাগে গণঅভ্যুত্থানের মাধ্যমে যে পরিবর্তনের সূচনা হয়েছিল, এই সিদ্ধান্ত তা বাস্তবায়নের পথকে জটিল করে তুলছে।
 

শনিবার মহেশখালীর শাপলাপুর ইউনিয়নে জামায়াতের মহিলা কর্মী সম্মেলন এবং তৃণমূল কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। তিনি বলেন, জুলাই যোদ্ধা ও তাদের পরিবার এই সিদ্ধান্ত সহজভাবে মেনে নেবে না, কারণ তাদের আত্মত্যাগের পর দেশের নেতৃত্বে আসা ব্যক্তিরা ব্যাপক সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু রাজনৈতিক প্রভাব ও দলীয় স্বার্থ বিবেচনায় একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজন সেই প্রত্যাশার বিপরীত।
 

তিনি আরও দাবি করেন, সরকার অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিলেও কোনো রাজনৈতিক দলের চাপে নতি স্বীকার করলে নিরপেক্ষতা বজায় রাখা সম্ভব হবে না। তার মতে, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পক্ষপাতহীন ভূমিকা এখন সবচেয়ে জরুরি।
 

শাপলাপুর ইউনিয়ন জামায়াতের আমির মৌলানা এনামুল হকের সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে আরও বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের নেতারা, স্থানীয় দলের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও তৃণমূল কর্মীরা।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]