ওমানে ব্লকড ভিসাধারী বাংলাদেশিদের জন্য ভিসা নবায়নে বড় ছাড়

আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ১০:৪৬:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ১০:৪৬:১৬ অপরাহ্ন
মধ্যপ্রাচ্যের দেশ ওমানে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর দিয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয়। নিয়োগকর্তার আওতাধীন ‘ব্লকড ওয়ার্ক ভিসা’ধারী প্রবাসীদের মেয়াদোত্তীর্ণ ভিসা নবায়ন ও নিয়োগকর্তা পরিবর্তনে সব ধরনের জরিমানা মওকুফ করা হয়েছে।
 
বৃহস্পতিবার (৩ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ওমানের বাংলাদেশ দূতাবাস।
 
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন থেকে ব্লকড কর্মীদের ভিসা পরিবর্তনের জন্য পূর্বের নিয়োগকর্তার অনুমতির প্রয়োজন হবে না। নতুন নিয়োগকর্তা শ্রম মন্ত্রণালয়ের ওয়েবসাইট বা সনদ সেন্টারের মাধ্যমে আবেদন করলে স্বয়ংক্রিয় অনুমতি মিলবে। এরপর কর্মী ও নতুন নিয়োগকর্তা লেবার কোর্টে গিয়ে ভিসা পরিবর্তনের কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।
 
দূতাবাস জানায়, ভিসা নবায়নের জন্য প্রবাসীরা দূতাবাস থেকে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) নবায়ন করতে পারবেন, যা সর্বোচ্চ তিন বছর পর্যন্ত করা গেলেও নবায়নের তারিখ থেকে এক বছরের বেশি কার্যকর হবে না। এই সুযোগ ৩১ জুলাই পর্যন্ত বলবৎ থাকবে।
 
দূতাবাস আরও জানায়, ই-পাসপোর্ট এনরোলমেন্টসহ অন্যান্য কনস্যুলার সেবায় পূর্বের মতো অ্যাপয়েন্টমেন্টধারীদের অগ্রাধিকার দেয়া হচ্ছে এবং ভিসা মেয়াদোত্তীর্ণদের জন্য বিশেষ ব্যবস্থাও নেয়া হয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]