এনসিপি সদস্যসচিবকে প্রকাশ্যে ক্ষমা চাইতে আলটিমেটাম, ফেসবুকে পোস্ট দিয়ে হুমকি বহিষ্কৃত নেতার

আপলোড সময় : ১৫-১১-২০২৫ ০৭:৫৩:৩২ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-১১-২০২৫ ০৭:৫৩:৩২ পূর্বাহ্ন
 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে প্রকাশ্যে ক্ষমা চাইতে এক ঘণ্টার সময়সীমা দিয়েছিলেন দলের বহিষ্কৃত নেতা মুনতাসির মাহমুদ। শুক্রবার (১৪ নভেম্বর) রাত ১০টায় সেই সময় শেষ হলেও আখতার হোসেনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
 

সময়সীমা শেষ হওয়ার পর মুনতাসির মাহমুদ রাত ১০টার দিকে তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি নতুন পোস্ট দেন। সেখানে তিনি অনুসারীদের উদ্দেশে লেখেন, ‘আখতার ভাইয়ের জন্য মায়া লাগছে! ফাঁস করব নাকি না? হ্যাঁ হলে লাভ রিঅ্যাক্ট দিন, না হলে কেয়ার দিন। ভোট যেদিকে যাবে, সেটাই করব।’
 

এর আগে আরেক ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, সদস্যসচিব আখতার হোসেনকে ভুল স্বীকার করে তার কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে শেষ এক ঘণ্টা সময় দেওয়া হয়েছে। তার ভাষায়, সময়সীমার পর ‘অ্যাকশন’ নেওয়া হবে।
 

দলীয় সূত্র অনুযায়ী, সম্প্রতি শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মুনতাসির মাহমুদকে এনসিপির সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এ ঘটনার পর থেকেই তার সামাজিকমাধ্যম পোস্টগুলোকে কেন্দ্র করে দলীয় অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]